মায়া
হঠাৎ দেখা হলেই বলতে পারো, “ভুলে গেছি।” সে আমিও, কতোদিন আগের জোছনার গান এখনো মনে রেখে দিয়েছি ভাবলে ভুল হবে… এই ভজঘটে শহর, শহরের যানজটগুলোর ফাঁকে আটকে পড়া সোডিয়াম ল্যাম্পের মতন শুধু আমাদের ভাঙাচোরা মনগুলো ঝুলে আছে। মাঝে মাঝে শহরেরও তো ভীষণ মন খারাপ হয় মাঝে মাঝে তারও তো দেখতে ইচ্ছে করে পিচঢালা রাস্তায় কুয়াশার ফোঁটা ফোঁটা রঙ… হেমন্ত আসার আগে আগে তাই শহরকর্মীরা জায়গায় জায়গায় লাইট ঠিক করে,...