পোস্টগুলি

অক্টোবর, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মেঘের উপর বাড়ি

ছবি
নেসার ভাইরা বগালেক যাওয়ার একটা প্ল্যান ঠিক করছিল অনেক আগে থেকে।  শুধু বগালেক যাবে মনে করে তেমন আগ্রহ পাইনি ভিতর থেকে । পরে যখন শুনলাম শুধু বগালেক না, কেওক্রাডংও উঠবে তখন আর মনকে মানাই কি করে!  নিজেকেও বগালেক যাওয়ার টিমে যুক্ত করে নিলাম।  উনাদের প্ল্যান অনেক আগে থেকেই করা । ১৯ শে জানুয়ারি । নেসার ভাই ডাক্তার মানুষ । সারাদিন ইন্টার্নি থাকে । তিনমাস পর পর শুধু তিন দিনের ছুটি পান । উনিশ তারিখের প্ল্যান এই কারণে করা । মাঝখানে শুক্রবার আছে।  প্ল্যান মোটামুটি ঠিকঠাক । আঠারো তারিখ রাতে সবাই বিদ্যানন্দে গিয়ে থাকবো । খুব ভোরে শুরু করবো মেঘ পাহাড়ের দেশের দিকে যাত্রা । দল মোটামুটি ভারীই আছে । নাফিজ ভাই, সাঈদ ভাই, তৌকির ভাই, নেসার ভাই, মাহের ভাই, তানভির ভাই, সৌরভ ভাই, জুনায়েদ ভাই, আজোয়াইদ্যা । সৌরভ দা বাদ । বেচারার ফাইনাল প্রফ । তৌকির ভাই যাওয়ার জন্য ছুটি নিয়ে চলে আসলো ঢাকা থেকে । কিন্তু চট্টগ্রাম আসার পর পড়ে গেলো বিপদে । উনার মাস্টার্সের ফরম পুরণের ডেইট পড়লো ২০ তারিখ । ওইদিন ছাড়া আর পারা যাবে না । বেচারার সে কি অবস্থা ! কিছুক্ষণ পর বলে, “ সমস্যা নাই । পরীক্ষা...

সাধু ভাইঃ উফ কিংবা উফ!

  সাধু ভাইয়ের সাথে পরিচয়ের এক্স্যাক্ট দিনক্ষণ খুব একটা মনে নাই।  কখন কখন যেন ফ্রেন্ড হইয়া গেলাম ফেইসবুকে। মাঝে মাঝে কথাবার্তা হতো। হাই-হ্যালো টাইপ। আর লেখালেখি নিয়া। উনার গল্প লেখার ঢং নিয়া আমরা কথা বলতাম। বলতাম, “আপনি ভালো লিখেন।” শুনে সাধু ভাই হাসতো। হাসতে হাসতে বলতো, “লেখকই হইতে চাইছিলাম জীবনে। অথচ হইয়া গেলাম ডিরেক্টর। নাটক বানাই।” “আপনি নাটক বানাইলেও আপনি তো আসলে লেখকই হইছেন।” আবার হাসতেন, আর বলতেন, “হ। ওইটাই আমার কাজ আসলে।” এই রকম টুকটাক কথাবার্তা চলতো। বেশি কাছাকাছি আসলাম গত বইমেলা থিকা। এর প্রধান কারন হিমু ভাই। হিমু ভাইয়ের সাথে সাধু ভাইয়ের আগে থেকেই দহরম মহরম ছিলো। গত বইমেলায় সেই সুবাধে আমরা তিনজন মাঝে মাঝে মেলা থেকে বাইর হইয়া টিএসসিতে আইসা বসতাম। বেশ কিছুক্ষণ আড্ডাবাজি চলতো। চা-বিড়ি চলতো। তারপর হিমু ভাই চলে যাইত হলে, সাধু ভাই খিলগাঁও আর আমি ঢাকার বাইরে, মিরপুর। এই রকম বেশকিছু আড্ডাবাজির পর সাধু ভাইয়ের সাথে আরো বেশি ক্লোজ হইয়া যাই।  মেলার পরও সাধু ভাইয়ের সাথে কথাবার্তা কন্টিনিউ হইতে থাকে। আমরা শুধু গল্প নিয়াই কথাবার্তা বলি। কারণ গল্প ছাড়া আমি তো ...