মেঘের উপর বাড়ি
নেসার ভাইরা বগালেক যাওয়ার একটা প্ল্যান ঠিক করছিল অনেক আগে থেকে। শুধু বগালেক যাবে মনে করে তেমন আগ্রহ পাইনি ভিতর থেকে । পরে যখন শুনলাম শুধু বগালেক না, কেওক্রাডংও উঠবে তখন আর মনকে মানাই কি করে! নিজেকেও বগালেক যাওয়ার টিমে যুক্ত করে নিলাম। উনাদের প্ল্যান অনেক আগে থেকেই করা । ১৯ শে জানুয়ারি । নেসার ভাই ডাক্তার মানুষ । সারাদিন ইন্টার্নি থাকে । তিনমাস পর পর শুধু তিন দিনের ছুটি পান । উনিশ তারিখের প্ল্যান এই কারণে করা । মাঝখানে শুক্রবার আছে। প্ল্যান মোটামুটি ঠিকঠাক । আঠারো তারিখ রাতে সবাই বিদ্যানন্দে গিয়ে থাকবো । খুব ভোরে শুরু করবো মেঘ পাহাড়ের দেশের দিকে যাত্রা । দল মোটামুটি ভারীই আছে । নাফিজ ভাই, সাঈদ ভাই, তৌকির ভাই, নেসার ভাই, মাহের ভাই, তানভির ভাই, সৌরভ ভাই, জুনায়েদ ভাই, আজোয়াইদ্যা । সৌরভ দা বাদ । বেচারার ফাইনাল প্রফ । তৌকির ভাই যাওয়ার জন্য ছুটি নিয়ে চলে আসলো ঢাকা থেকে । কিন্তু চট্টগ্রাম আসার পর পড়ে গেলো বিপদে । উনার মাস্টার্সের ফরম পুরণের ডেইট পড়লো ২০ তারিখ । ওইদিন ছাড়া আর পারা যাবে না । বেচারার সে কি অবস্থা ! কিছুক্ষণ পর বলে, “ সমস্যা নাই । পরীক্ষা...